প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা শাবনূর স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও প্রতি বছরই দেশে আসেন। তবে করোনার কারণে প্রায় দুই বছর ধরে তিনি দেশে আসতে পারেননি। আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। জানা যায়, জন্মদিনটি দেশে পালন করার জন্য শাবনূর দেশে আসতে পারেন। তার ঘনিষ্টজনরা জানান, দেশে আসার জন্য শাবনূর মুখিয়ে আছেন। বিদেশে থাকলেও দেশের প্রতি তার টান সবসময়ের। প্রতি বছরই দেশে আসেন এবং চলচ্চিত্রের লোকজনদের সাথে দেখা-সাক্ষাৎ করেন। জন্মদিন পালন করতে তিনি দেশে আসার চিন্তা-ভাবনা করছেন। দিনটি তিনি দেশে কাছের লোকজনদের নিয়ে পালন করতে চান। এদিকে, শাবনূর সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। ভক্তদের কাছাকাছি থাকতে ইনস্টগ্রাম ও ফেসবুকেও সরব হয়েছেন। ব্যক্তিজীবনের পাশাপাশি কাজের নানা প্রসঙ্গ নিয়ে প্রায়ই ভক্ত-দর্শকদের সামনে আসেন তিনি। তবে অভিনয়ে তার ফেরার আর সম্ভাবনা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।