প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর তার ভক্তদের কথা চিন্তা করে নিজের নামে একটি ইউটিউব চ্যানেলে চালু করেছেন। চ্যানেলের নাম ‘শাবনূর’। গত ১৪ সেপ্টেম্বর শাবনূর তার অফিসিয়াল ফ্যান ক্লাব ‘শাবনূর অফিসিয়াল ফ্যান ক্লাব’র পেজ থেকে এই ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষনা দেন। শাবনূর বলেন, ‘ভক্ত দর্শকের কথা মাথায় রেখে দেরীতে হলেও আমি আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছি। অনেকেই অবশ্য নানান সময়ে আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার ভক্তদের মনে থাকতে চাই, তাদের পাশে রাখতে চাই, তাদের ভালোবাসা পেতে চাই। আশা করছি, সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।’ এদিকে শাবনূর অঘোষিতভাবেই চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন। বিভিন্ন সময়ে সিনেমায় ফেরার কথা বললেও ফেরা হয়নি। এর কারণ সম্পর্কে তিনি প্রচ্ছন্নভাবে বলেছেন, নায়িকা হয়ে ফেরার মতো অবস্থা তার নেই। ফলে চলচ্চিত্রে ফেরা তার পক্ষে সম্ভব নয়। তিনি ছেলে আইজানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। তবে সেখানে তিনি কীভাবে সময় কাটান, তা কখনো বলেননি। তার অভিনীত সর্বশেষ সিনেমা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেমে এতো মায়া’। সিনেমাটি মুক্তি পায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।