Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমায় ফিরছেন শাবনূর!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৬ পিএম

অনেকটা অঘোষিতভাবেই সিনেমাকে বিদায় জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সিনেমার পাঠ চুকিয়ে একমাত্র সন্তান আইজান ও পরিবার-পরিজন নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে শাবনূর তেমন কিছু করছেন না। অনেকটা বেকার জীবনযাপন করছেন। মাঝে মাঝে দেশে ফিরলেও চলচ্চিত্রের লোকজনের সাথে দেখা-সাক্ষাৎ করে সময় পর করেন। করোনার কারণে এখন দেশে ফিরতে পারছেন না। তবে এরই মধ্যে সিনেমায় ফেরার কথা ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন। একটি সিনেমার পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটির নাম অপরাজিতা। পোস্টারে দেখা যায়, ঘোমটার আড়ালে ক্ষত-বিক্ষত সেলাই করা একটি মুখ। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, দীর্ঘ বিরতির অবসান! পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে। আমি সবার দোয়াপ্রার্থী। তবে শাবনূর এমন ঘোষণা আগেও বহুবার দিয়েছেন। শেষ পর্যন্ত তা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। এক সময় বলেছেনও, শারীর মুটিয়ে যাওয়ায় সিনেমায় ফেরা তার পক্ষে কঠিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ