Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের রাজস্থানে বাস-ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষ, ১২ জনের প্রানহানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম

ভারতের রাজস্থানের বারমের-যোধপুর হাইওয়েতে একটি ট্যাঙ্কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যাওয়ায় আগুনে পুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দুর্ঘটনার পরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ওই হাইওয়েতে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে অন্তত ২৫ জন ছিলেন বাসটিতে। এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনীকে।
বাসের এক যাত্রী জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে বালোত্রা থেকে বাসটি ছেড়েছিল। এসময় সামনে থেকে দিক থেকে আসা একটি ট্যাঙ্কার বাসটিকে ধাক্কা দেয়। এরপর বাসটিতে আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুক্ষণের মধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। তবে ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি পাঁচপদর বিধায়ক মদন প্রজাপত, ভারপ্রাপ্ত মন্ত্রী সুখরাম বিষ্ণোই, বিভাগীয় কমিশনারসহ বহু আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।
এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। উদ্ধারের কাজ এখনও চলছে। সূত্র : ইন্ডিয়া টুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ