Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সীতাকুন্ডে কাল ইউনিয়ন নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হচ্ছে

সীতাকুন্ডে (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৪:০৯ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে কাল ১১ নভেম্বর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকু-,বাঁশবাড়িয়া,কুমিরা,সোনাইছড়ি,ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন পরিষদ গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক ইনকিলাবকে বলেন, ৯টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪টি ওয়ার্ডের মেম্বার ও ৭ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। আর বাকি ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্ধীতা করছেন এবং ৯টি ইউনিয়নে ৩৪৪ জন ওয়ার্ড মেম্বার ও ৬২ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী নির্বাচন করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বারৈয়াঢালার রেহান উদ্দিন রেহান(নৌকা),তার প্রতিদ্বন্ধী প্রার্থী কৃষকলীগ নেতা আবু জাফর (আনারস),বাড়বকু-ে ছাদাকাত উল্লাহ মিয়াজী (নৌকা),এজেএম বেলাল উদ্দিন (নাঙ্গল) ও বিএনপি সমর্থক জয়নাল আবেদীন ভূঁইয়া (আনারস),বাঁশবাড়িয়ায় মোঃ শওকত আলী জাহাঙ্গীর (নৌকা),আ’লীগ নেতা আরিফুর রহমান রাজু(আনারস)এবং সলিমপুর ইউনিয়নে সালাউদ্দিন আজিজ (নৌকা) ও আ’লীগ সমর্থক গফুর মেম্বার (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এদিকে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, কোন নেতা যদি দলীয় প্রধানের নির্দেশ না মেনে বিদ্রোহীদের সহযোগিতা করেন তা হলে তার দায় দায়িত্ব তার নিজেরই। তারিখঃ ১০/১১/২০২১ শেখ সালাউদ্দিন,০১৮৫৬৪৬০০৮২

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ