বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইয়েমেনে আবারও হামলার শিকার হলেন এক নারী সাংবাদিক। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আশার্ক টেলিভিশনে কাজ করতেন তিনি। গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) এডেনে বোমা হামলায় সন্তানসহ প্রাণ গেছে রাশা আব্দাল্লার।
রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) পরিবারের সদস্যদের সাথে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন অন্তঃসত্ত্বা রাশা আব্দাল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী মাহমুদ আল আটোমি। পথে তাদের গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় হামলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশা ও তার শিশুপুত্রের। গুরুতর আহত হন মাহমুদ আল আটোমি। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনিও একজন সাংবাদিক।
এদিকে, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সাঈদ। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।