Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১১:৪০ এএম

নগরীর হালিশহর থানা এলাকার একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুলসংখ্যক আধাপাকা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে থানার আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন বাজারে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহমেদ বলেন, ৮টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নির্বাপণ করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে এবং নির্বাপণ শেষপর্যায়ে। গোডাউন বাজারের ওইখানে শতাধিক কাঁচা দোকান ছিলো। অগ্নিকাণ্ডে বেশিরভাগ দোকান পুড়ে গেছে। মালামালসহ দোকান পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন ক্ষুদে ব্যবসায়ী ও দোকানীরা। তাদের আহাজারি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ