Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশে মুক্তি পাচ্ছে ‘বিফোর আই ডাই’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১:৩৯ পিএম

চলচ্চিত্র নির্মাতা মিনহাজ কিবরিয়া নির্মাণ করেছেন ‘বিফোর আই ডাই’ শিরোনামে সিনেমা। আন্তর্জাতিক বাজারের কথা চিন্তা করে নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলার সিনেমাটি। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশে। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘‘গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনাবলী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রের কাহিনী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। ইতোমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের আলাদা মনোযোগ কেড়েছেন তিনি। হলিউড, বলিউডের পর কলকাতার সিনেমায়ও তাকে দেখা গেছে। তবে এবারই প্রথম বাংলাদেশি কোনো সিনেমায় অভিনয় করেছেন।’’

পরিচালক মিনহাজ কিবরিয়া বলেন, ‘‘অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘বিফোর আই ডাই’ সব বয়েসী, সব শ্রেণির দর্শকদের মন ভরাবে। ফলে পুরো সিনেমাটি দর্শক একটানা এক বসায় দেখবেন। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো সিনেমায়। এতে শ্বাসরুদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে আমি মনে করি। আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের এ সিনেমা ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।’’

সিনেমাটিতে ইফতি আহমেদ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী আফ্রি সেলিনা, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ।

অভিনেতা আমান রেজা বলেন, ‘‘এটি আমার পছন্দের একটি সিনেমা। বেশ যত্ন নিয়ে কাজটি করেছি। গল্প ও আমার চরিত্রে চমক আছে। বেশ কয়েক বছর ধরে আমাদের সিনেমার অবস্থা ভালো না। তার পরও সবাই চেষ্টা করছেন এ অবস্থা থেকে উত্তরণের। সংকট উত্তরণে অনুরোধ করব, সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’’

গত বছর লন্ডন এবং বাংলাদেশের ঢাকাসহ অন্যান্য লোকেশনে ‘বিফোর আই ডাই’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির পোস্ট প্রডাকশনের যাবতীয় কাজ হয়েছে মুম্বাইয়ে। এ সিনেমার পুরো টেকনিক্যাল টিম বিভিন্ন দেশের কলাকুশলীর সমন্বয়ে গঠিত। সংবাদ সম্মেলনে অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ