Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১১:৫২ এএম

ত্রিপুরার সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রতিবাদকারী ১০২ জনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে বিজেপি সরকার। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। ত্রিপুরা সরকারের এমন পদক্ষেপে হতবাক এডিটর গিল্ড।

বিবৃতি দিয়ে এডিটর গিল্ড জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতার ঘটনা নিয়ে লেখালেখি করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এতে বিস্মৃত এডিটরস গিল্ড। সাংবাদিকদের উপর সরকারের এই রোষকে সিঁদুরে মেঘ হিসেবে দেখছে গিল্ড।

ত্রিপুরার হিংসাত্মক ঘটনা সম্পর্কে স্বাধীনভাবে নানা তথ্য জোগাড়ে কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন দিল্লির কয়েকজন সাংবাদিক। তাদের বিরুদ্ধেও রাজ্য পুলিশ ইউএপিএ-তে মামলা দায়ের করে। এই ঘটনার কথা জানাজানি হতেই আরও বড় চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসে। তখনই জানা যায়, ত্রিপুরার বিপ্লব দেব সরকার ১০২ জনকে ইউএপিএ-তে নোটিস পাঠিয়েছে।

এমনই একজন হলেন শ্যাম মীরা সিং। পেশায় সাংবাদিক শ্যাম মীরা সিং জানিয়েছেন, তিনি ইংরেজিতে টুইটে লিখেছিলেন, ‘ত্রিপুরা বার্নিং’। অর্থাৎ, ত্রিপুরা জ্বলছে। এজন্য তাকে ইউএপিএ-তে অভিযুক্ত করা হয়েছে। এটাকে মারাত্মক প্রবণতা বলে বিবৃতিতে উল্লেখ করে এডিটরস গিল্ড জানিয়েছে, এমন কঠোর আইনে জামিন পাওয়া পর্যন্ত মুশকিল হয়ে দাঁড়ায়।

সাম্প্রদায়িক হিংসার মত ঘটনা নিয়ে রিপোর্ট করার জন্য এমন কঠোর ধারা সাংবাদিকদের উপর প্রয়োগ করা হয়েছে। রাজ্য সরকারকে এডিটরস গিল্ডের পরামর্শ, এভাবে বেছে বেছে সাংবাদিক ও নাগরিক সমাজের উপর আক্রমণ না শানিয়ে দাঙ্গায় জড়িতদের শাস্তি দিতে নিরপেক্ষ তদন্ত করুক রাজ্য সরকার। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

Show all comments
  • jack ali ৮ নভেম্বর, ২০২১, ৪:৪৪ পিএম says : 0
    O'Allah destory and wipe out BJP, RSS from Indian.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ