মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের এলন মাস্ক তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বিক্রি করবেন কি না, সে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন নিজের টুইটার অনুসারীদের ওপর। সোয়া ছয় কোটি টুইটার অনুসারীদের মতামত জানতে চেয়ে টুইট করেছেন টেসলা’র এ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে প্রতিবেদন করেছে। টেসলায় নিজের শেয়ার থেকে ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া উচিত কি না, তা জানতে চেয়ে দেওয়া পোস্টে বাংলাদেশ সময় রোববার সোয়া ১০টা নাগাদ প্রায় ৯ ঘণ্টায় ৫৫ দশমিক ৩ শতাংশ ভোট বিক্রির পক্ষে গেছে। অপরদিকে, ৪৪ দশমিক ৭ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছে। দুই কোটি ২৩ লাখের বেশি অনুসারী ভোট দিয়েছেন। টুইট পোল পোস্টের মন্তব্যের ঘরে এলন মাস্ক লেখেন, ‘এখানে যে মতের সংখ্যাগরিষ্ঠতা মিলবে, আমি সেটি মেনে নেব।’ টেসলায় এলন মাস্কের অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দিলে তিনি আয়কর এড়াতে পারবেন। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেতন নেন না, শুধু মালিকানার শেয়ার রয়েছে বলে জানান এলন মাস্ক। ৩০ জুনের হিসাব অনুযায়ী, টেসলায় এলন মাস্কের শেয়ার সংখ্যা ১৭ কোটি পাঁচ লাখ। রয়টার্স বলছে—গত শুক্রবারের হিসাব অনুযায়ী, ১০ শতাংশ শেয়ারের দাম দাঁড়ায় ২১০ কোটি মার্কিন ডলার। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।