Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৬:০০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় শারুফ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিহারকোল-আড়ানী সড়কের চকগোয়াশ দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শারুফ উপজেলার চকগোয়াশ পূর্বপাড়া গ্রামের রাজদুল হোসেনের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী একডালা বাজারে যাওয়ার পথে অপরদিক থেকে আসা বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শারুফ ও বাইসাইকেল চালক আব্দুল্লাহ্ (১৫) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ্কে ভর্তি ও শারুফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় শারুফ মৃত্যু বরণ করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ