মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া ভারতের বিরোধী দল কংগ্রেস। পণ্ডিত জওহরলাল নেহরুর জীবনাদর্শকে হাতিয়ার করে আরও বেশি করে জনসংযোগ গড়ে তুলতে দলের নেতা-কর্মীদের নতুন নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড।
দলের হাইকম্যান্ডের এই নির্দেশে কংগ্রেসের অন্দরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেসের এহেন নির্দেশের মূলে রয়েছে হারানো জনভিত্তি ফিরে পাওয়ার মরিয়া প্রচেষ্টা। দেশের বিস্তীর্ণ অংশে প্রবল শীতের মধ্যে গ্রামে গিয়ে রাত কাটানোর নির্দেশ নিয়েই দোলাচলে কংগ্রেস নেতারা৷
গ্রামে গিয়ে রাত কাটানো, জনসাধারণের কাছে দেশের প্রথম প্রধানমন্ত্রীর জীবনাদর্শ ব্যাখ্যা করা, মানুষের কাছে কংগ্রেসের মহান ঐতিহ্যের কথা তুলে ধরা - দেশের সব রাজ্যের প্রদেশ নেতৃত্ব ও বর্ষীয়ান নেতাদের নির্দেশ দিয়েছেন হাইকম্যান্ড। রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেসের এহেন নির্দেশের মূলে রয়েছে হারানো জনভিত্তি ফিরে পাওয়ার মরিয়া প্রচেষ্টা, যেখানে নেহরুর জীবনাদর্শকে আশ্রয় করে আমজনতার সঙ্গে নতুন করে আত্মিক যোগ স্থাপনের কথা বলা হয়েছে।
দলের হাইকম্যান্ডের এই নির্দেশে কংগ্রেসের অন্দরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ দেশের বিস্তীর্ণ অংশে প্রবল শীতের মধ্যে গ্রামে গিয়ে রাত কাটানোর নির্দেশ নিয়েই দোলাচলে কংগ্রেস নেতারা৷ নয়াদিল্লিতে কংগ্রেস সূত্রের খবর, চলতি বছর কী ভাবে নেহরুর জন্মবার্ষিকী পালন করতে হবে, সেই রূপরেখা তুলে ধরে দলের সব সাধারণ সম্পাদক, বর্ষীয়ান নেতা, প্রদেশ সভাপতিদের একটি চিঠি লিখেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক(সংগঠন) কে সি বেণুগোপাল৷ ৪ নভেম্বরের ওই চিঠিতেই গ্রামে গিয়ে রাত কাটানোর নির্দেশ জারি করা হয়েছে৷
কংগ্রেস হাইকম্যান্ডের উদ্যোগে প্রতিবারই সারা দেশে সাড়ম্বরে পালিত হয় নেহরুর জন্মবার্ষিকী৷ এবারের কর্মসূচির মধ্যে গ্রামে গ্রামে রাত্রিবাস নামক নতুন অধ্যায় যোগ করা হয়েছে৷ কেন কংগ্রেসের কর্মসূচিতে এই নতুন অধ্যায়ের সংযোজন? ব্যাখ্যা দিয়েছেন গোটা পরিকল্পনার সঙ্গে যুক্ত প্রথম সারির এক কংগ্রেস নেতা৷
তার কথায়, 'গ্রামের অধিবাসীদের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা করা হবে গ্রামবাসী প্রান্তিক শ্রেণির প্রতিনিধিদের বাড়িতে রাত কাটিয়ে৷ পেট্রোপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, নাগরিকদের গোপনীয়তায় হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন প্রভৃতি ইস্যুগুলির বিষয়ে গ্রামবাসীদের সচেতন করার কাজও করা হবে৷ দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কী ভাবে স্বাধীন ভারতে ভারসাম্য রক্ষার কাজ করেছিলেন নেহরু, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হবে গ্রামবাসীদের সামনে৷'
এই নির্দেশিকা ঘিরে কংগ্রেসের অন্দরে ইতিমধ্যেই ভিন্নমত দেখা দিয়েছে৷ দলের একাংশ মনে করছে, জনভিত্তি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় কার্যকরী হতে পারে জনসংযোগ বৃদ্ধির নতুন পন্থা৷ অন্য পক্ষের দাবি, ন'মাসে-ছ'মাসে একদিন গ্রামে গিয়ে রাত কাটিয়ে আখেরে লাভের লাভ কিছুই হবে না৷ এই মতাদর্শে বিশ্বাসী জি-২৩ গোষ্ঠীর সদস্য এক কংগ্রেস নেতার প্রশ্ন, 'বিজেপি নেতারাও তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তিক শ্রেণির প্রতিনিধিদের বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন, এর ফল কী হয়েছে তা দেখেছে গোটা দেশ৷ এরপরেও কি কারণে ভাবা হচ্ছে গ্রামে গিয়ে রাত কাটালেই জনভিত্তি ফিরে পাওয়া যাবে?’ সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।