নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল সাইফ স্পোর্টিং ক্লাবের নতুন কোচ হলেন আর্জেন্টাইন দিয়েগো ক্রুসিয়ানি। আপাতত এক বছরের চুক্তিতে কাজ করবেন ৫৫ বছর বয়সী এই কোচ। তবে পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। ক্রুসিয়ানির সঙ্গে চুক্তি করে শনিবার এ তথ্য জানান সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। ক্রসিয়ানির সঙ্গে বাংলাদেশ ফুটবলের সখ্যতা বেশ পুরনো। ২০০৫ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে বেশি দিন স্থায়ী হতে পারেননি এই আর্জেন্টাইন।
২০০৫ সালে পাকিস্তানের করাচিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরে বাংলাদেশ রানার্সআপ হলেও পরের বছর এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। ফলে ২০০৬ সালেই ক্রুসিয়ানিকে বরখাস্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরপর ২০০৭ সালে তাকে দেখা যায় প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী লিমিটেডের টেন্টে। তবে বেশিদিন আবাহনীতে থাকতে পারেননি। ওই বছরই অর্থাৎ ২০০৭ সালেই বাংলাদেশ ছেড়ে চলে যান তিনি।
দীর্ঘ ১৪ বছর পর সাইফ স্পোর্টিংয়ের আমন্ত্রণে ফের বাংলাদেশে এসেছেন ক্রুসিয়ানি। সাইফে যোগ দিতে পেরে দারুণ খুশি তিনি। দলটিকে বেছে নেয়ার কারণ হিসেবে তিনি জানান, সাইফ স্পোর্টিং ক্লাবে শক্তিশালী ম্যানেজমেন্ট এবং দলে মেধাবী খেলোয়াড়ের আধিক্য। তাই এখানে কাজ করতে আগ্রহী হয়েছেন ক্রুসিয়ানি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।