Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার পালটে যেতে পারে পুরীর নাম!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৩:৪৭ পিএম

ভারতের অন্যতম বিখ্যাত স্থান পুরি। এবার সেই পুরীর নাম পালটানোর দাবি উঠল। আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে ওড়িশার রাজনৈতিক ও আধ্যাত্মিক মহলে।

শোনা গিয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরীর নাম পালটানোর দাবি জানানো হয়েছে। জগন্নাথ মন্দির ম্যানেজমেন্ট কমিটির বৈঠকেও বিষয়টি তোলা হয়েছিল। সেখানে প্রায় ৩০টি সংগঠন উপস্থিত ছিল। অনেকেই নাকি পুরীর নাম বদলানোর দাবি জানান। অনেক নামের প্রস্তাব দেয়া হয়। যার মধ্যে সবচেয়ে বেশি দাবি জানানো হয় জগন্নাথ ধাম পুরী এবং জগন্নাথ পুরী নাম দু’টি।

এ বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী শ্রীক্ষেত্র সূচনা’র সেক্রেটারি রাজেশ কুমার মোহান্তি জানান, অনেক জায়গাতেই পুরীকে জগন্নাথ পুরী হিসেবে উল্লেখ করা হয়। একাধিক পুরাণেও জগন্নাথ পুরীর কথা লেখা হয়েছে। কিছুদিন আগে পুরী গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনিও নাকি পুরী ধামের নাম বদলের পক্ষে।

অবশ্য, পুরীর নাম না পালটানোর পক্ষেও অনেকে মত দিয়েছে। পুরীর গোবর্ধন মঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মতে পুরীর নাম বদলানোর কোনও প্রয়োজন নেই। কারণ সারা বিশ্বে পুরী মানেই জগন্নাথ দেবের ধাম। তিনি জানান, দ্বারকা পুরী, মথুরা পুরী বা অযোধ্যা পুরীর মতো ধামের সঙ্গে পুরী শব্দটি এমনিতেই জড়িত। শুধুমাত্র জগন্নাথ দেবের ধামের ক্ষেত্রে শুধু পুরী শব্দটি ব্যবহার করা হয়। তাই পুরীর পরিচয় বদলানোর কোনও প্রয়োজন নেই বলেই মত তার। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ