Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে অন্তত আটজনের প্রানহানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৩:০২ পিএম

যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি মিউজিক ফেস্টিভ্যালে দৃশ্যত হুড়াহুড়িতে পদদলিত হয়ে অন্তত আটজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে। র‌্যাপার ট্রাভিস স্কটের পারফমেন্সের সময় এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হিউস্টনের দমকল বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আজ রাতে অন্তত আটজনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

পেনা বলেন, স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে লোকজন মঞ্চের দিকে এগুতে শুরু করলে দুর্ঘটনাটি ঘটে। একপর্যায়ে লোকজন দম নিতেও পারছিল না।
কর্মকর্তারা ১৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে। এদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হয়েছে। অনেককে এনআরজি পার্কেও চিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠানটির সব টিকেট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। দু'দিনের অনুষ্ঠানে ড্রেক, ইয়ং থগ, টেম ইমপালা, আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ারের পারফর্ম করার কথা ছিল। উৎসবে প্রায় ৫০ হাজার লোক উপস্থিত ছিল। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ