বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের গুরুদাসপুরে মাথার খুলি ও মগজবিহীন এক শিশুর জন্ম হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নাজিরপুর বাজারের আনোয়ার ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির জন্ম হয়। ওই শিশুর মা-বাবা নাজিরপুর ইউনিয়নের বৃ-কাশো গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃ-কাশো গ্রামের কৃষক এমদাদুল হকের স্ত্রী নাসরিন বেগম তার দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ওই ক্লিনিকে আসেন। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল সিজারিয়ান অপারেশন করেন। জন্মগ্রহণের পরেই দেখা যায়, ওই শিশুটির মাথার খুলি ও মগজ নেই। তবে শিশুটির মা ও শিশু সুস্থভাবে বেঁচে আছেন।
শিশুটির কৃষক বাবা এমদাদুল হক জানান, অভাব অনটনের সংসারে দিনমজুরি করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন তিনি। সদ্য জন্মগ্রহণ করা দ্বিতীয় পুত্র সন্তানের নাম এখনো রাখা হয়নি। তার মাথার খুলি ও মগজ নেই। উন্নত চিকিৎসা করলে হয়তো তার শিশুটি পৃথিবীতে বেঁচে থাকবে। কিন্তু চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, মাথার খুলি ও মগজবিহীন শিশুটির রোগের নাম অহবহপবঢ়যধষু। এটি মূলত জীন ও হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে।
এই রোগে আক্রান্ত শিশুরা বেঁচে থাকে না জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, ‘তারপরও অনেক চেষ্টা করা হচ্ছে শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। উন্নত চিকিৎসায় শিশুটিকে বাঁচানোর সম্ভাবনা রয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।