মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার গণস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২০২২ সালের প্রথম দিনেই জন্ম নিয়েছে এক হাজার ৭৬৪ জন শিশু। তার মধ্যে ৬৫ জন কিশোরী মা হয়েছে ওই দিন। জানা গেছে, এই কিশোরী মায়েদের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বলেছেন, নতুন বছরের ঘণ্টা বাজার পরপরই প্রথম শিশুটির জন্ম দিয়েছেন ২৫ বছর বয়সী এক মা। মাঝরাতে তিনি এমপুমালাঙ্গার শোংওয়ে হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তিনি সব মায়ের কাছে অনুরোধ করেছেন, তারা যেন প্রথম ছয় মাস তাদের বাচ্চাদের কেবল বুকের দুধ পান করায় এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করে। তিনি আরো বলেছেন, জন্মের পর প্রথম ছয় মাস বাচ্চাদের শুধু মায়ের বুকের দুধ দরকার। ছয় মাস পরেও বাচ্চাকে দুধ পান করানো অব্যাহত রাখতে হবে। দুধ পান করানোর সময় একেবারে কাটছাঁট করার কোনো দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা আরো বলেছেন, জন্ম নেওয়ার পর প্রথম এক হাজার দিন শিশুরা খুব নাজুক থাকে। শিশুদের বেড়ে ওঠা ও শেখার জন্য এই সময়ে পুষ্টির গুরুত্ব বলে শেষ করা যাবে না। টাইমস লাইভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।