Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসাথে ৪ শিশুর জন্ম

ভ্রাম্যমাণ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

কোনরকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারিতে (প্রসব) চার শিশুর জন্ম হল। এমন ব্যতিক্রম ও প্রশংসনীয় ঘটনার স্বাক্ষী হলেন গাইনী চিকিৎসক ডা. শাহিদা আক্তার রাখি। বুধবার দুপুর সাড়ে ৩টায় কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালে এ চার শিশুর জন্ম হয়। জন্ম নেওয়া চার সন্তানের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে শিশু। এই চার শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী সাদিয়া আক্তার।

নরমাল ডেলিভারি করানোর জন্য গাইনী চিকিৎসক ডা. শাহিদা আক্তার রাখির প্রশংসা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাইনী চিকিৎসক ডা. শাহিদা আক্তার রাখি দৈনিক ইনকিলাবকে বলেন, ১ম জনের ওজন প্রায় ১১০০ গ্রাম, ২য় জনের প্রায় ১০০০ গ্রাম, ৩য় জনের ওজন প্রায় ৯০০ গ্রাম, আর ৪র্থ জনের ওজন প্রায় ৮০০ গ্রাম। তবে মা ও সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ আছেন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪ শিশুর জন্ম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ