Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছরের প্রথম সপ্তাহেই সিয়াম-পূজার ‘শান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১:১১ পিএম

ঢালিউডের নতুন প্রজন্মের দুই তারকা সিয়াম আহমেদ এবং পূজা চেরিকে নিয়ে পরিচালক এম এ রহিম নির্মান করছেন নতুন সিনেমা ‘শান’। সম্প্রতি সিনেমাটির নতুন একটি পোষ্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়েছে প্রযোজনা সংস্থা ফিলম্যান এন্টারটেইনমেন্ট। তারা জানিয়েছে আগামী বছরের প্রথম সিনেমা হিসেবে ৭ জানুয়ারি সিনেমা হলে আসছে ‘শান’।

ছবিটির মুক্তির তারিখ ঘোষণার পর খুশি নায়ক সিয়াম। তিনি বলেন, ‘আমার আর পূজার থার্ড ছবি এটা। আমার জন্য এই ছবিটি বেশি স্পেশাল, কারণ প্রথম অ্যাকশন ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি। ছবিটি বানিয়েছেন তরুণ নির্মাতা এম রহিম। যে ছেলেটা সাড়ে তিনটি বছর ধরে এই ছবির সঙ্গে আছে। এই সময়ের ভেতর আর কিছু করেনি সে। এটাই তার প্রথম ছবি। সব মিলিয়ে, বছরের প্রথম ছবি হিসেবে এটি প্রেক্ষাগৃহে উঠছে। আশা করছি পুরো বছরটায় এমন আরও ছবি মুক্তি পাবে।’

বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ‘শান’ সিনেমার কাহিনী। একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনা অবলম্বনে এর গল্প এগিয়েছে। যার ভূমিকায় দেখা যাবে সিয়ামকে। এর চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কাহিনী সাজিয়েছেন আজাদ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। ‘শান’ এ গান গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মল্লিক ও পলক মুচ্ছাল।

দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা মহামারীর কারণে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার কারণে নির্মাতারা আটকে থাকা সিনেমার মুক্তির প্রস্তুতি নিতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় জানা গেলো সিয়াম এবং পূজা জুটির ‘শান’ সিনেমার মুক্তির তারিখ!

‘শান’ সিনেমাটিতে সিয়াম, পূজা চেরি ছাড়াও আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ। ‘শান’ পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ