Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলাদেশ খুবই জঘন্য খেলল’

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

তিক্ততায় ভরা দুঃস্বপ্নের এক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আগের প্রতিটি বিশ্ব আসরের চেয়ে এবার তাদের প্রত্যাবর্তনের দিনটিও স্মৃতি থেকে মুছে ফেলতে চাইবেন মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেনরা। আগে যেখানে বিশ্বকাপ শেষে দেশে ফিরলে বিমানবন্দরে থাকতো সংবাদমাধ্যম থেকে ক্রিকেটপ্রেমীদের উৎসুক ঢল, এবারের শাহজালাল বিমানবন্দরে যেন সুনশান নিরবতা। অনেকটা চোখ লুকিয়েই ইমিগ্রেশন পাড়ি দিয়েছেন জুনিয়র ক্রিকেটাররা। কেননা, এই লজ্জা থেকে বাঁচাতেই কি-না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ আর লিটন দাসের মতো সিনিয়র ক্রিকেটাররা থেকে গেছেন আরব আমিরাতে।
কারণ ব্যখার আগে দু’জন বিশ্বখ্যাত ক্রীড়া বিশ্লেষকের তিতকুটে মন্তব্য দিয়ে লেখাটি শুরু করতে চাই। প্রথমজন অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিক ডেনিয়েল চেরনি। যিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভাবনাময় এক ক্রিকেট দল হিসেবেই বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন। বিশেষকরে ঘরের মাটিতে তার দেশকে ৪-১ ব্যবধানে হারানোর পর অন্তত আশায় বুক বেধেছিলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ বুঝি বদলে গেছে’। তবে হারের বৃত্তে বন্দী বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ তাকে হতাশ করেছে নাকি ঐ হারের কারণ বিশ্লেষনে ‘মিরপুরের উইকেটের রহস্য উন্মোচিত’ হয়েছে তা বোঝা গেল না। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে তার মন্তব্যটি ছিল এরকম, ‘গত ২৫ বছরে বাংলাদেশের উন্নতি দেখলে মনে হয়, ওরা সাত ধাপ এগোলে ছয় ধাপ পেছায় এবং এটা চলতেই থাকে।’ বৃটিশ ক্রীড়া লেখক টিম উইগমোরের ভাষাটা ছিল আরো কটুতায় ভরা। মাহমুদউল্লাহ রিয়াদদের নখদন্তহীন ক্রিকেটের প্রদর্শনীর পর উইজডেনের বর্ষসেরা বই ‘ক্রিকেট টু পয়েন্ট জিরো’র লেখকের মন্তব্য ছিল এমন, ‘বাংলাদেশ খুবই জঘন্য খেলল, সম্ভবত সুপার টুয়েলভের সবচেয়ে বাজে দল তারা।’
শুধু বিষেষজ্ঞরাই নয়, সাদা চোখে যারা ক্রিকেট ভালোবাসেন, বিশেষকরে ক্রিকেটপাগল জাতি হিসেবে স্বীকৃত বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে ওমন ছিনিমিনি খেলার পর এমন ভুরিভুরি মন্তব্য আর তীর্যক কটুক্তিতে ছেয়ে গেছে সকল সামাজিক মাধ্যম। সামনা সামনি ক্রিকেটারদের, কোচদের কিংবা বিসিবি কর্তাদের পেলে কি বলতো সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেজনেই কি-না দেশে ফিরতেই এই ভিভক্তি। কারণটা সকলেরই জানা।
মূল পর্বে জয় খরা কাটানো এবং প্রথমবারের মতো একাধিক জয় ছিল প্রাথমিক লক্ষ্য। স্বপ্ন ছিল সেমি-ফাইনাল। প‚রণ হলো না কিছুই। উল্টো বিব্রতকর হার দিয়ে শেষ হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেক প্রশ্ন জাগিয়ে দিয়ে শূন্য হাতে বিদায় নিল বাংলাদেশ। বিশ্বকাপে ভরাডুবির পর মাঠের খেলা কিংবা টি-টোয়েন্টিকে ঘিরে দলের ভাবনা সবাই পড়ে গেছে প্রশ্নের মুখে। আলোর রেখা নেই খুব একটা। গতপরশু আসরে নিজেদের সবশেষ ম্যাচটা খেলে ফেলার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ব্যর্থতার কারণ জানা নেই তারও। নিজেও খুঁজছেন অনেক প্রশ্নের উত্তর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে উন্নতি হবে কি, ১১ ব্যাটসম্যান মিলে করলেন আরও ১১ রান কম। ওপেনার মোহাম্মদ নাঈম, অধিনায়ক মাহমুদউল্লাহ ও শামীম পাটওয়ারিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন, বাকিরা সেটাও পারেননি। বাকিদের স্কোর দেখলে ফোন নম্বরের ডিজিট ভেবে ভুল হওয়াটাই স্বাভাবিক -০, ৫, ১, ০, ০, ৬, ৪, ০।
নিঃসন্দেহে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং। অথচ বেশিরভাগ ম্যাচে একাদশে ছিল নয় ব্যাটসম্যান। অন্তত আটজন ছিল প্রতি ম্যাচেই। কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি কেউই। একটা ম্যাচেও বাংলাদেশ পাওয়ার প্লে কাটাতে পারেনি বিনা উইকেটে। বরং পাওয়ার প্লেতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট হারানো দল বাংলাদেশই (২৩টি)। ব্যাটসম্যানরা ধুঁকেছে বাউন্ডারি পেতে, ভুগেছে রানের চাকা সচল রাখতে। ৩০ ছাড়াতে পেরেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ১২০ এর বেশি স্ট্রাইক রেট কেবল মাহমুদউল্লাহর। চরমভাবে ব্যর্থ সৌম্য সরকারের মতো অভিজ্ঞ ও আফিফ হোসেনের মতো তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান। লিটন দাসের ব্যর্থতা আলোচিত ছিল বিশ্বকাপজুড়ে। বড় ইনিংস যেমন খেলতে পারেননি, তার স্ট্রাইক রেট মোটে ৯৪.৩২!
দেড়শর বেশি বল খেলতে পারেন কেবল মোহাম্মদ নাঈম শেখ। ৭ ম্যাচে বাঁহাতি এই ওপেনার করেন দলের সর্বোচ্চ রান, ১৭৪। তার সমস্যা আবার স্ট্রাইক রেট, স্ট্রাইক রোটেশন। ভুল সময়ে বারবার ঝুঁকিপ‚র্ণ শট খেলে আউট হন মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম। প্রত্যাশিত ধারাবাহিকতা ছিল না সাকিব আল হাসানের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬৯ রান করলেও মাহমুদউল্লাহ রাখতে পারেননি প্রভাব।
বোলিংয়ের তুলনামূলক একটু ভালো। সাকিব যথারীতি ছিলেন নির্ভরযোগ্য। ৬ ম্যাচে তার শিকার ১১ উইকেট। ৭ ইনিংসে ৮ উইকেট নেন শেখ মেহেদি হাসান। এই অফ স্পিনারের পারফরম্যান্স নজর কেড়েছে বিশ্বক্রিকেটের অনেকের।
চোট পাওয়ার আগ পর্যন্ত খুব একটা খারাপ করেননি মোহাম্মদ সাইফ উদ্দিন। সীমিত সুযোগে সামর্থ্যরে ঝলক দেখান শরিফুল ইসলাম। আরও কার্যকর হয়ে ওঠার আভাস দেন তাসকিন আহমেদ। গতি, আগ্রাসন ও স্কিল মিলিয়ে দুর্দান্ত বোলিং করে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফরমার হয়তো এই ফাস্ট বোলারই। ১৪৭ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি প্রায় নিয়মিতই। কিন্তু পেস বোলিংয়ে সবচেয়ে বড় অস্ত্র হওয়ার কথা ছিল যার, সেই মুস্তাফিজুর রহমান ছিলেন ধারহীন। বাংলাদেশের হয়ে ১০ ওভারের বেশি করা বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে খরুচে। ২৪ ওভারে ৮ উইকেট নিতে দেন ২২২ রান। ওভার প্রতি ৯.২৫ করে।
সব মিলিয়ে বাংলাদেশের পুরো বিশ্বকাপ অভিযানে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। অথচ বিশ্বকাপের আগে তারা দেখিয়েছিলেন বাঁক বদলের আশা। সেটা প্রথম হোঁচট খায় প্রস্তুতি ম্যাচে। দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। পরে হার দিয়ে শুরু করে প্রাথমিক পর্ব। স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারে শঙ্কা জাগে প্রথম রাউন্ড থেকে বিদায়েরও। পরে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ে দল জায়গা করে নেয় সুপার টুয়েলভে। সেখানে সঙ্গী হয় এক রাশ হতাশা।
পাওয়ার হিটিংয়ের বিপরীতে স্কিল হিটিং দিয়ে ব্যবধান ঘুচিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশ। অথচ স্কিলে ঘাটতিই প্রবলভাবে চোখে পড়েছে। কীভাবে রান নিতে হবে, প্রান্ত বদল করে খেলতে হবে, গ্যাপ খুঁজে বের করতে হবে, উদ্ভাবনী শট কখন ও কিভাবে খেলতে হবে, ব্যাপারগুলো যেন ভুলে ছিলেন ব্যাটসম্যানরা। স্পষ্ট ছিল ম্যাচ পরিস্থিতি নিয়ে সচেতনতার অভাব। লড়াইয়ের তাড়নাটাই দেখাতে পারেননি তারা। ম্যাচ নিয়ে যেতে পারেননি গভীরে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই যেন কেটে গেছে ফল নিয়ে সব অনিশ্চয়তা। পুরোপুরি ব্যর্থ টপ অর্ডার। ফিনিশাররা ‘ফিনিশ’ হয়ে গেছেন ঝড় তোলার আগেই। উদ্ভাবনী শটে দক্ষতার ছাপ খুব একটা রাখতে পারেননি কেউ। ইনিংস সাজাতে বিকল্প কোনো পরিকল্পনা যেন ছিল না কারও।
অবশ্য, বছরের পর বছর মিরপুরের উইকেটে খেলে সেটা কঠিনও। মন্থর ও নিচু উইকেটে খেলে না খোলে ব্যাটসম্যানদের হাত, না বোলারদের মাথা। ব্যাটসম্যানরা পারেন না বড় শট খেলে অভ্যস্ত হতে। জানেন না চার-ছক্কার মালা গেঁথে ইনিংস সাজাতে। উইকেটই যখন সব করে দেয়, খুব কম বোলারই মাথা খাটিয়ে বোলিংয়ের কাজটা করেন। এর বেশ চড়া মাশুলই দিতে হয়েছে বাংলাদেশকে। নিজস্ব ঘরানা তৈরির যে চেষ্টা এতদিন ছিল, সেটা মোটামুটি ভেস্তে যেতে বসেছে দুঃস্বপ্নের এক বিশ্বকাপে।
এর মধ্যে কিছু কিছু ব্যাপার দাগ কেটে গেছে। এর একটি তাসকিনের প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে সীমানা থেকে অনেক সামনে দাঁড়িয়ে অ্যারন ফিঞ্চের ক্যাচে সৌম্য হাতই ছোঁয়াতে পারেননি। সে সময় ভীষণ ক্ষুব্ধ দেখাচ্ছিল পেসার তাসকিনকে। উত্তেজিত হয়ে কিছু একটা বলছিলেন তিনি। হয়ত ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। একটি-দুটি নয়, বিশ্বকাপে ১১টি ক্যাচ হাতছাড়া করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। বেশিরভাগ ক্ষেত্রেই গুরুত্বপ‚র্ণ সময়ে সুযোগ হাতছাড়া করায় দিতে হয়েছে চড়া মাশুল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিস্থিতি এমন, ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা।’
বিধ্বস্ত বাংলাদেশের সামনে এখন কী? সবচেয়ে সহজ উত্তর, পাকিস্তান সিরিজ। ব্যস্ত সূচিতে এরপর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে আসতে থাকবে একের পর এক খেলা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের গুরুত্বপ‚র্ণ সব সিরিজও আছে সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশের পথ চলাও শুরু হবে শিগগির। তবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের তো নেই এক বছরও! অন্য সংস্করণগুলোর ব্যস্ততার ফাঁকেই তাই ২০ ওভারের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের।
মাহমুদউল্লাহ যেমন বলেছেন, অনেক পরিবর্তন প্রয়োজন। শীর্ষ পর্যায়ের দলগুলোর বিপক্ষে লড়াই করতে অনেক উন্নতি প্রয়োজন। এর জন্য হয়ত সব পর্যায়েই পরিবর্তন প্রয়োজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ বাংলাদেশ

৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ