Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানার্স আপের দৌড়ে বন্দর-কোয়ালিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

প্রিমিয়ার ফুটবল লীগে এবারের শিরোপা আগেই জিতেছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এখন চলছে রানার্স আপ শিরোপা পাওয়ার হিসাব-নিকাশ। রানার্স আপ দৌঁড়ে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব। ইতোমধ্যে কোয়ালিটি আট খেলায় পেয়েছে ১৫ পয়েন্ট। বন্দর সমসংখ্যক খেলা শেষে পেয়েছে ১৪ পয়েন্ট। সেদিক দিয়ে কোয়ালিটি রয়েছে এক পয়েন্টে এগিয়ে। আজ লীগের খেলায় এ দুটি দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই ম্যাচটিতে নির্ধারণ হবে চলতি মৌসুমে কোন দল রানার্স আপ হচ্ছে। উল্লেখ্য, এ মৌসুমে ইতোমধ্যে প্রথম বিভাগে নেমে গেছে চট্টগ্রাম জেলা পুলিশ দল। এ দলটি আজ তাদের শেষ ম্যাচ খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের (লাল) বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ