Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় এমপি গোলাপের বিরুদ্ধে ১২ স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ

মাদারীপুর থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ৮:২৬ পিএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্গন করে নিজ বাড়িতে থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের দিক-নির্দেশনা দেওয়া ও প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে এমপির বিরুদ্ধে কালকিনি ও ডাসার উপজেলায় ১২ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমপি এলাকায় থাকায় দলীয় লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ এনে মাদারীপুর আদালত ও থানায় কয়েকটি মামলাও দায়ের করেছেন। এবিষয়ে কালকিনি নির্বাচন কর্মকর্তা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ও সরেজমিন সূত্রে গিয়ে জানা যায়, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন আচরণ বিধি ২৫ (১) ধারা অনুযায়ী নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্ন্য়ন তহবিলভূক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষনা বা ভিত্তিপ্রস্তর স্তাপন কিংবা ফলক উন্মোচণ করা যাইবে না। অথচ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ উন্নয়নমূলক কাজের নামে নির্বাচনী এলাকায় থেকে দলীয় প্রভাব বিস্তার করার লক্ষ্যে এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নে কয়েকটি উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।
বিশ^স্ত সূত্রে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ি জেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ণ প্রকল্প-এ এনায়েতনগর ইউপি খালেকেরহাট হতে আলীপুর বাজার ভায়া রায়পুর সড়কের ২২০০ মিটার আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কালকিনি উপজেলা প্রকৌশল কার্যালয়ের মাধ্যমে জানা যায়, সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ এমপি যে কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সেই কাজের এখনো টেন্ডার হয়নি।।
কয়ারিয়া ইউনিয়নের তোফায়েল আহমেদ টিটন ও কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা, সাহেবরামপুরের মাহবুবুর রহিম, সিডিখানের মিলন মিয়া, শিকারমঙ্গলের এম এ কুদ্দুস ও সিরাজুল হক, গোপালপুরের ফরহাদ মাতুব্বরসহ একাধিক প্রার্থী বলেন, ‘আমরা রিটার্নিং অফিসার বরাবর আমাদের ওপর অত্যাচার, নির্যাতন, নির্বাচনে বাধা প্রধান, ঘরবাড়ি ভাংচুর, পোস্টার, ব্যানার ছিড়ে ফেলাসহ মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ এমপির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছি। কিন্তু এখনোও কোনো প্রতিকার পাইনি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনে ইউপি নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার দাবি জোর দাবি জানাচ্ছি।
এব্যাপারে কালকিনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দীপংকর বিশ^াস বলেন, ‘নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের থাকার বিধান নেই। তবে যদি তার ব্যক্তিগত কাজে আসেন, তাহলে থাকতে পারবেন। কিন্তু কোন অবস্থায়ই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এরই মধ্যে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী অভিযোগ দিয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
আইন-শৃঙ্খলা রক্ষার বিষয় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘আমরা সব্বোচ্চ চেষ্টা করছি, আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্যে। তবে কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ মোতায়ন করা আছে। নির্বাচন পর্যন্ত আমাদের কঠোর অবস্থান থাকবে।’
অভিযোগের বিষয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের সাথে একাধিক বার চেষ্টা করেও কথা বলার সুযোগ হয়নি। তার ব্যবহারিত ০১৭৩০৩৩৬৭৮১ নাম্বারে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি। তবে কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, ‘এমপি তার ব্যক্তিগত কাজে বাড়ীতে এসেছে। উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তার স্থাপন করেছে নির্বাচন ছাড়া আরেকটি ইউনিয়নে। তিনি তো কোন নির্বাচনী জনসভায় যোগ দেয়নি। কিছু প্রার্থী তার কাছে গিয়ে কুশল বিনিময় করেছে। এটা দোষের না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ