মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিহার রাজ্যে বিষাক্ত চোলাই মদপানে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২০ জন। বিষাক্ত মদপানে রাজ্যটিতে গত দশ মাসে মারা গেছে প্রায় ৭০ জন। তাই বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।
দীপাবলি উপলক্ষ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই বুধবার থেকে রাজ্যটিতে বন্ধ রাখা হয় মদের ক্রয়বিক্রয়। তবুও, গোপনে চোলাই এবং ভেজাল মদ কেনেন অনেকে। রাজ্যটির গোপালগঞ্জ এলাকাতেই প্রাণ হারান ১৬ জন।
এদিকে, চাম্পারান এলাকায় মদপানে আরও ৮ জন মারা গেছেন। বিক্রি ও সরবরাহের সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার দেখিয়ে মামলা করেছে স্থানীয় পুলিশ। তবে, প্রশাসনের তরফ থেকে এখনও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানানো হয়নি।
উল্লেখ্য, গেল ১০ দিনে তৃতীয়বারের মতো বিষাক্ত মদপানে প্রাণহানির তথ্য লিপিবদ্ধ হলো বিহারে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজ্যটিতে মারা গেছেন কমপক্ষে ৭০ জন। সূত্র : ইন্ডিয়া টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।