Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবরস্থান নয়, মন্দিরে সরকারি অর্থ খরচ করছে বিজেপি : যোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:১০ এএম

পূর্ববর্তী সরকারকে লক্ষ্য করে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আগে সরকারি টাকা কবরস্থানের জমি কিনতে খচর হতো কিন্তু তার নেতৃত্বাধীন বিজেপি সরকার মন্দির উন্নয়নে সরকারি তহবিল ব্যবহার করছে। বুধবার রাম কাথা পার্কে উত্তর প্রদেশ সরকার আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে একথা বলেন তিনি। যোগী আদিত্যনাথ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীরা আগামী বছর হোলি উৎসব পর্যন্ত ফ্রি রেশন পাবেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু করা প্রকল্পটির মেয়াদ এই বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা। তবে তার সরকার এটি আগামী বছরের হোলি পর্যন্ত (মার্চ মাস) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি বলেন, মহামারি এখনও শেষ হয়নি। ওই প্রকল্পের সুবিধাভোগীরা চাল ও গমের পাশাপাশি লবণ, চিনি, ডাল ও তেল পাবেন বলে জানান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, প্রকল্পটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে উত্তর প্রদেশের ১৫ কোটি মানুষ উপকৃত হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ৬৬১ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা ৫০টি প্রকল্প উদ্বোধন করেন। আগামী বছরের শুরুর দিকে উত্তর প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের সরকারকে উদ্দেশ্য করে যোগী আদিত্যনাথ বলেন, ‘আগে রাজ্যের অর্থ কবরস্থানের জমির জন্য ব্যয় হতো। আজকে অর্থ খরচ

হচ্ছে মন্দিরের উন্নয়ন ও সুবিধা বাড়াতে।’ যোগী আদিত্যনাথ বলেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের
কাজ চলছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ