বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটার শুরুটা ভালো হলো না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে প্রথম ১০ ওভারে পাঁচটি উইকেট হারিয়ে ৫৮ রান তুলতে সমর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
অজি পেসারদের গতির কাছে মূলত পরাজিত হয়েছে টাইগার ব্যাটসম্যানরা। ম্যাচের প্রথম ওভারে কোন রান করার আগে মিচেল স্টার্কের বলে বোল্ড হন লিটন দাস। একই ভাগ্য বরণ করেন সৌম্য সরকারও। তিনি ৫ রান করে জস হ্যাজেলউডের বলে বোল্ড হন। কয়েকদিন ধরে রান খরায় ভোগা মুশফিক ১ রান করে ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লিউ আউট হন। তখন দলের রান মাত্র ১০। এই সময়ে কিছুটা ধরে খেলার চেস্টা করেন নাঈম শেখ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুজন মিলে বেশ কয়েকটি বাউন্ডারিও হাঁকান। তবে দলীয় ৩২ রানের সময় নাঈম হ্যাজেলউডের গতির বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। তিনি ১৭ রান করে ফেরেন। এরপর চাপ আরো বাড়ে অ্যাডাম জাম্পার বলে আফিফ কোন রান করেই সাজঘরে ফিরলে।
নিজেদের শেষ ম্যাচ
টসে হেরে মাহমুদউল্লাহ বলেছেন, আমাদের একটি ভালো সংগ্রহ করতে হবে। এই টুর্নামেন্টটা খারাপ যাচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমাদের এখন গৌরব নিয়ে খেলতে হবে এবং নিজেদের প্রমাণ করতে হবে। কিন্তু অন্তত শুরুর দিকে তারা এটি করতে ব্যর্থ হয়েছেন।