Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় আওয়ামী লীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সাত | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় সাতক্ষীরা সদর উপজেলার নয় নেতা-কর্মীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম, বাশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন ইসলাম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালি ও ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।

বহিষ্কারাদেশে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ