Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা পরকীয়া করে বিয়ে করিনি, বললেন মাহির দ্বিতীয় স্বামী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১০:৫৮ এএম

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। মাহির বর্তমান স্বামী কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। মাহির এই বিয়ে নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রাকিব। বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে সেসব কথা তুলে ধরেন তিনি।

ফেসবুকে পোস্টে রাকিব লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি, সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সবকিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে।’

সন্তানদের ভবিষ্যত প্রসঙ্গে তিনি জানান, ‘আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারব, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং, যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।’

উল্লেখ্য, রাকিব সরকারেরও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তানের জনক রাকিব। এর মধ্যে একটি ছেলে একটি মেয়ে। ছেলে সোয়াইব ও মেয়ে নাম সাইয়ারা। রাকিবের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কি না, সেটি এখনও জানা যায়নি।

মাহিকে বিয়ে করার প্রসঙ্গে রাকিব বলেন, ‘বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি… দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি আলোচনা করে আবদ্ধ হয়েছি।’

সম্প্রতি জানা গেছে, পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন মাহি ও রাকিব। বিয়ের দুই মাসের মাথায়ই ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরআগেও বিভিন্ন সময়ে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেন মাহি। তবে চলতি মাসেই সে ইচ্ছে পূরণ হচ্ছে তার। মাহি বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনো ‍ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এরআগে কখনো পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। সর্বশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। গত ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। আর রাতেই ‘সারপ্রাইজ’ হিসেবে ফেসবুকে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই চিত্রনায়িকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ