Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে নিয়ে পেরেছে, মেসিকে ছাড়া পারল না পিএসজি

বড় জয়ে শীর্ষস্থানে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৫:০১ এএম | আপডেট : ২:১১ পিএম, ৪ নভেম্বর, ২০২১
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। ম্যাচটিতে একটি সময় তারা প্রমমে গোল হজম করে পিছিয়ে যায়। এরপর জর্জিনো উইনালডাম দুটি গোল করে পিএসজিকে উল্টো এগিয়ে নিয়েছিলেন।  কিন্তু শেষ মূহুর্তে পেনাল্টি থেকে গোল হজম করে পয়েন্ট ভাগ করে ও মুখ ভার করে মাঠ ছাড়তে হয় নেইমার-এমবাপ্পেদের। 
 
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের হোম ম্যাচে গত ২০ অক্টোবর লাইপজিগের বিপক্ষে  খেলতে নামে পিএসজি।  সেবার মেসির জোড়া গোলে জার্মানির নবীনতম ক্লাবটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছিল পিএসজি। আজকের ম্যাচটিতে ইনজুরির কারণে মেসি ছিলেন না, তাই যেন পিএসজি জয়ও তুলে নিতে পারেনি। আর বি লাইপজিগ এ মৌসুমে এখনো কোন ম্যাচে জয় পায়নি। এমনকি আজকেই প্রথমবারের মতো ড্র করেছে। 
 
অপরদিকে এ গ্রুপে ক্লাব ব্রাগের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে ম্যানসিটি। তাদের হয়ে  গোল করেন ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ, রহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জিসুস। এই জয়ে এখন  চার ম্যাচ শেষে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে ম্যানইউ। আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে পিএসজি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স লিগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ