Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক হাজার গোল করল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৪:২২ এএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'ডি 'র ম্যাচে গতকাল ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের হয়ে জোড়া গোল করেন করিম বেনজেমা। অপরদিকে শাখতারের হয়ে গোলটি করেন ফার্নান্দো। 
 
ম্যাচের ১৪ মিনিটে নিজের প্রথম গোলটি করেন বেনজেমা।  এর মাধ্যমে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগে ১০০০ তম গোল পূর্ণ হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ইউরোপে একমাত্র ক্লাব হিসেবে এমন অনন্য কীর্তি গড়েছে লস ব্লানকোসরা। 
 
রিয়াল মাদ্রিদ করিম বেনজেমার কল্যাণে জয় পেলেও নিজ ঘরের মাঠে তাদের পারফরমেন্স ছিল সাদামাটা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাখতারের চেয়ে এগিয়ে যায় তারা। যদিও ইউক্রেনের ক্লাবটি যখনই সুযোগ পেয়েছে তখনই বল নিয়ে পাল্টা আক্রমণ করে চোখ রাঙানি দিয়েছে রিয়ালকে। তবে বেনজেমা ভিনিসিয়াসের দেয়া পাসে গোলের খাতা খোলেন। এরপর ফার্নান্দোর দুর্দান্ত ভলিতে ৩৯ মিনিটে সমতায় ফেরে শাখতার।   কিন্তু দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের সময় দলীয় প্রচেস্টায় বল জালে জড়িয়ে রিয়ালকে আবার বাঁচিয়ে দেন, গত কয়েকবছর যাবত যা করছেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স লিগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ