Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই স্কুলশিক্ষিকা জেলে, হারালেন চাকরিও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০০ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচের পর ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক মুসলামনকে গ্রেফতার করা হয়েছে। যদিও বেশিরভাগ গ্রেফতারের ঘটনা যোগী আদিত্যনাথের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বরেলী, আগরা, লখনউয়ে। কিন্তু কংগ্রেস শাসিত রাজস্থানে অশোক গহলৌতের পুলিশ যেভাবে নাফিসাকে গ্রেফতার করেছে, তা তাৎপর্যপূর্ণ।

অন্যসব দর্শকের মতো নাফিসা আটারিও টেলিভিশনের সামনে থেকে উঠতে পারেননি রোববার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন বলে শুরু থেকেই তৈরি হয়েছিলেন তিনি। রাজস্থানের উদয়পুরের নিরজা মোদি স্কুলের শিক্ষিকা তিনি। ম্যাচ শেষে ভারতের বিরুদ্ধে জয় পায় পাকিস্তান। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের মাধ্যমে পাকিস্তানের সেই জয় উদযাপন করাই কাল হলো তার। খেলার দু’দিন পর সবশেষ কারাগারেই জায়গা পেলেন তিনি। এছাড়া একই অপরাধে হারিয়েছেন চাকরিও।

সেদিন উদয়পুরের অম্বা মাতা থানা পুলিশ নাফিসাকে গ্রেফতার করে। অম্বা মাতা থানার পুলিশ কর্মকর্তা নরপত সিংহ জানান, নাফিসাকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি (জাতীয় সংহতি বিরোধী) ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে তার জেল হয়।

২৪ অক্টোবর পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে ভারত। সেদিন নাফিসা তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পাকিস্তানের খেলোয়াড়দের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘জিত গ্যায়ে…. উই ওয়ান’ (আমরা জিতে গিয়েছি)। এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তার কোনো এক ছাত্রের বাবার নজরে আসে। তিনি বাকিদের তা পাঠিয়ে দেন। এরপর এটি ভাইরাল হতে সময় লাগেনি।

‘অপরাধ’-এর জন্য ক্ষমা চেয়ে নেন নাফিসা। রাজস্থানের একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘‘সে দিন একজন আমার স্ট্যাটাস দেখে হোয়াটসঅ্যাপেই জানতে চেয়েছিলেন, আমি পাকিস্তানকে সমর্থন করছি কি না। সাথে কিছু হাসির ইমোজিও ছিল। মনে হয়েছিল হাল্কা মেজাজে মজা করে আমাকে এই প্রশ্ন করা হয়েছে। আমিও হাসতে হাসতেই বলেছিলাম ‘হ্যাঁ’। কিন্তু তার মানে তো এই নয় যে, আমি পাকিস্তানকে সমর্থন করি। আমি ভারতীয়। ভারতকে ভালোবাসি।’’



 

Show all comments
  • MD Akkas ৩ নভেম্বর, ২০২১, ২:১২ পিএম says : 0
    ভারত সরকার ও তাদের আদালত কি মূর্খ?
    Total Reply(0) Reply
  • Minhaz Alam ৩ নভেম্বর, ২০২১, ৬:০৬ পিএম says : 0
    এই টা ঠিক হয় নি।যে কাউকে সে সমর্থন করতে পারে।এটা তার অধিকার। বাংলাদেশ মানুষ কি সমর্থন করে না।
    Total Reply(0) Reply
  • Helal Masud ৩ নভেম্বর, ২০২১, ৬:০৭ পিএম says : 0
    এই ভদ্র মহিলা জেল থেকে মুক্তি হলে পাকিস্তানের উচিৎ তাকে নাগরিকত্ব দিয়ে লালগালিছা সম্বর্ধনা দিয়ে রাষ্ট্রীয় মর্যদা দিয়ে বিমান বন্দরে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে করতালি দিয়ে স্ব-সম্মানে তাকে পাকিস্তানে বরণ করা তখন ইন্ডিয়াদের উচিৎ শিক্ষা হবে।
    Total Reply(0) Reply
  • Reahman Sajid ৩ নভেম্বর, ২০২১, ৬:০৭ পিএম says : 0
    এর উপর কোন সিদ্ধান্ত নাই ,বাংলাদেশেও কিছু আছে যারা ভারতকে মাতৃভূমি মনে করে |
    Total Reply(0) Reply
  • Kazal Islam Nil ৩ নভেম্বর, ২০২১, ৬:০৭ পিএম says : 0
    খুব স্বাভাবিক। আমাদের এখানে একজন এমন আছে। বাংলাদেশ পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান জেতার পরে পটকা বাজি ফুটিয়েছিলো। সে এখনো বাড়ি ফিরতে পারেনি। সেই যে দেশ ছেড়েছে। আর আসতেই পারল না।
    Total Reply(0) Reply
  • MD Ziaul Islam ৩ নভেম্বর, ২০২১, ৬:০৭ পিএম says : 0
    বোকার মতো কাজ করার ফল ভোগ করতেছে এখন। ইন্ডিয়ার যে অবস্থা এখন, এটা তার বোঝা উচিৎ ছিল
    Total Reply(0) Reply
  • অবি কেলাডি ৩ নভেম্বর, ২০২১, ৬:০৮ পিএম says : 0
    এতেই বোঝা যায় নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতের মন-মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে বাক স্বাধীনতা বলতে ভারতে কিছুই নেই,,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ