Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চয়নিকার নতুন সিনেমায় মাহির বিপরীতে ডি এ তায়েব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১১:৪৩ এএম

চয়নিকা চৌধুরী পরিচালিত নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় মাহির নায়ক থাকছেন চিত্রনায়ক ও প্রযোজক ডি এ তায়েব। সিনেমার নাম ‘অহংকারী বউ’। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা একটা রেডি প্রজেক্ট। তায়েব ভাই অনেক দিন ধরেই বলছিলেন একটা সিনেমার কথা। আমাদের ব্যাটে-বলে মেলে নাই। তাদের স্ক্রিপ্ট, তাদেরই গল্প। গল্প শুনে মনে হয়েছে মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’ তিনি আরো বলেন, ‘এর মধ্যে ছবিটির জন্য শিল্পী নির্বাচন কাজও চলছে। ছবি তৈরি করতে যে ভালো একটা টিম লাগে সেটা তৈরি করছি। আমি আশা করছি সরকারী স্বাস্থ্য বিধি মেনে আগামী মাসে শুটিং শুরু করবো।’

ডি এ তায়েবের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। আমি তায়েব ভাইকে সেই রকমের মানুষ বলবো। ভালো কোনো কাজ কেউ করলে সে নিজ থেকে এসে অভিনন্দন জানায়। বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শিল্পের প্রয়োজনে জান প্রাণ দিয়ে কাজ করে। আমি তার সঙ্গে কাজ করতে পারবো তাই আমার ভালো লাগছে।’

ডি এ তায়েব বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে। আশা করছি দর্শক আবার হলে আসবে ছবিটির টানে।’

তিনি আরও বলেন, ‘ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এই রকম একটা গল্প নিয়ে সিনেমা।’

‘বিশ্ব সুন্দরী’ সিনেমা দিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণে নাম লেখান চার শতাধিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’। সিয়াম-পরী জুটির ছবিটি বেশ প্রশংসা এনে দিয়েছে চয়নিকাকে। ‘অহংকারী বউ’ হতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা।

এছাড়াও কিছুদিন আগে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন চয়নিকা। এতে পরীমনি, তারিক আনাম খানকে নির্বাচন করেছেন। সিনেমার মূল চরিত্রের একজন পুরুষ অভিনয়শিল্পীর নাম চলতি মাসেই ঘোষণা দেবেন তিনি। আগামী বছরের জানুয়ারির শেষভাগে এ সিনেমার শুটিংয়ে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ