প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যুক্তরাষ্ট্রের প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে অভিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘রিকশা গার্ল’। এতে জুরি অ্যাওয়ার্ড বিভাগে বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে সিনেমাটি। আমেরিকার ইয়াভাপাই প্রেসকট ক্যাম্পাসে ১৪ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় ফিল্ম ফেস্টিভ্যালটি। অমিতাভ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরস্কারের ঘোষণার কথা জানিয়েছেন এবং শেয়ার করেছেন ওয়েবলিংক।
এখনো দেশে মুক্তি না পেলেও ‘রিকশা গার্ল’ ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে। গত অক্টোবরের প্রথমদিকে ‘রিকশা গার্ল’ নিয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সেখানকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল সিনেমাটি। মূলত এই ট্যুরের মাধ্যমে সিনেমাটির উত্তর আমেরিকা ভ্রমণ শুরু হয়। এবার সেখান থেকেই এলো পুরস্কার। ‘রিকশা গার্ল’ সিনেমাটি পুরস্কৃত হয়েছে আমেরিকার প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যালে। দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি উৎসবে চলচ্চিত্রটি অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র নাইমার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান। তার মা হিসেবে আছেন মোমেনা চৌধুরী। প্রযোজনায় এরিক জে অ্যাডামস। আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমীন। এটি অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা।
এদিকে, ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের জন্য সিনেমা জমা দিয়েছেন অমিতাভ। নির্মাতা আশা করছেন, অনুদানটি পাবেন তিনি। অমিতাভ বলেন, ‘আমার লেখা চিত্রনাট্য জমা দিয়েছি এবার। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটের।’
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলেন অমিতাভ। তবে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিবারের আপত্তিতে ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাস থেকে সিনেমাটি তৈরি করতে পারেননি নির্মাতা। তাই জরিমানাসহ ফিরিয়ে দিয়েছেন অনুদানের টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।