Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও আরো ভূমি দখল করবে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকার আরো ভূমি দখল করার পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আন্তর্জাতিক প্রতিবাদ সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ড দখল করার যে ঘৃণ্য নীতি অনুসরণ করে আসছে তার আওতায় শেখ জাররাহ শরণার্থী শিবিরের ভূমি জবর দখল করবে। সালেহ দিয়াব নামে ফিলিস্তিনের একজন মানবাধিকার কর্মী ওয়াফা নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে জানান, ইহুদিবাদী ইসরাইলের একটি আদালত শেখ জাররাহ শরণার্থী শিবিরের ৪,৭০০ বর্গমিটার ভূমি জবরদখলের নির্দেশ দিয়েছে। সেখানে ফিলিস্তিনের চারটি পরিবার বসবাস করে। ওই ভূমি দখল করে পার্ক তৈরির নির্দেশ দিয়েছে ইসরাইলের আদালত। সালেহ দিয়াব আরো জানান, ২০১৬ সালে প্রথমবারের মতো ইসরাইলের আদালত ওই ভূমি দখলের নির্দেশ দেয় কিন্তু তখন ইসরাইলের মিউনিসিপাল কর্তৃপক্ষ ভূমি দখল করতে পারেনি। কামাল ওবেইদাত নামে আরেকজন ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সিকে জানান, অবৈধভাবে বসবাসকারী ইহুদিবাদীদের জন্য বসতবাড়ি তৈরি করতে ইসরাইলের মিউনিসিপাল কর্তৃপক্ষ এই ভূমি দখলের পাঁয়তারা করছে। ওয়াফা নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ