Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় সহোদর দুই ভাই নিহত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৬:৪৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সহোদর দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন- ফিরোজ মোর্শেদ(৩৫) ও তৌহিদুল ইসলাম(২৪)।
তারা গাজীপুর নয়পুর থেকে গ্রামের বাড়ী জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিল। তাদের পিতার নাম আজিজুল হক।
নিহতদের মধ্েয ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকস এ চাকুরী করে। তার ছোট ভাই তৌহিদুল ইসলাম চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত কয়েক দিন আগে সে বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় ভাইয়ের বাসায় এসেছিল।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা নামক স্থানে এ দূর্ঘটনায় ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬) দূর্ঘটনার শিকার মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটর সাইকেল(ঢাকা মেট্রো হ-৬৭-৫৮৫৯) আরোহীরা মারা যায়। এ ঘটনায় কাবার্ড ভ্যান সহ চালককে আটক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ