Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিসিএস দিয়ে ঘরে ফেরা হলো না চবি শিক্ষার্থীর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৬:২২ পিএম

৪৩ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনাটায় নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিহাদ এবং তার ছোটো ভাই ফিরোজ মুর্শেদ।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল থানার কাজীর শিমলার দুলালবাড়ি এলাকায় মোটরসাইকেল এবং কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই দূর্ঘটনাটা ঘটে।

তৌহিদুল ইসলাম জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । এবং জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত ওসি মাইন উদ্দিন বলেন, গাজীপুর থেকে দুই ভাই মোটরসাইকেলে করে জামালপুরের নান্দিনায় গ্রামের বাড়ি যাওয়ার সময় কাজীর শিমলা এলকায় আসলে একটি কাভার্ড ভ্যান পিছন থেকে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আমরা ভ্যানের ড্রাইভারকে আটক করেছি। নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ