Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় পৌরসভা নির্বাচন রাত পোহালেই ভোট গ্রহন

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৮:৫৯ পিএম

রাত পোহালেই লোহাগড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন চলবে। লোহাগড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১ টি ভোট কেন্দ্রে ২৩৭৩৭ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১১৫৭৭ জন এবং ১২১৬০ জন মহিলা ভোটার। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী রয়েছেন। মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্র্থী সৈয়দ মসিয়ূর রহমান ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মঈন হাচান কাজল ছাড়াও স্বতন্ত্র হিসাবে মোঃ আশরাফুল আলম প্রার্থী হয়েছেন। তবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মসিয়ূর রহমান এর সাথে মূল প্রতিদ্বন্দীতা হবে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল আলমের। উল্লেখ্য ইভিএম এ ভোট গ্রহনের মাধ্যমে লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইভিএম মেসিনসহ ভোট গ্রহন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্ব নিয়ে কেন্দ্রে পৌছে গেছেন। নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ জানান , নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করে সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছ্ ে। আশা করি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ