বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমারখালী থানার পরিদর্শক কামরুজ্জামান তালুকদার জানান, রোববার মামলার পর তারা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাধব প্রামাণিক (৬০) উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের বাসিন্দা। চুল কাটার কাজ করেন তিনি।শিশুর মায়ের অভিযোগ, রোববার সকালে তিনি তার বড় মেয়েকে নিয়ে স্কুলে গেলে মাধব তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান। তিনি বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ দেখে হাসপাতালে নিয়ে যান।
পরে তিনি থানায় মামলা করেন বলে জানান পরিদর্শক কামরুজ্জামান তালুকদার।
তিনি বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য। মাধবকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।