প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানা গেছে। তিনি এক মাস ধরে সাধারণ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার আগে প্রায় সাত মাস ধরে ওই হাসপাতালে আইসিইউতে ছিলেন। ফারুকের শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান।
সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান সংবাদমাধ্যমকে বলেন, ‘আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হয়ে যেতে। তার জন্য দোয়া করবেন সবাই। তিনি আরও জানান, ফারুক এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন, কথা বলতে পারছেন। ইবাদত করছেন নিয়মিত।
চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফারুক। গত ২১ মার্চ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন কিংবদন্তি এই অভিনেতা। এর আগে ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, অভিনয়ে আসার আগে ফারুক অংশ নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। স্বাধীনতার বছর ১৯৭১ সালেই তিনি ‘জলছবি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফারুক। এছাড়া ২০১৬ সালে একই আয়োজনে তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।