Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মী সংকটে ১৪শ’ ফ্লাইট বাতিল করল আমেরিকান এয়ারলাইন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১০:৩৮ এএম

‘কর্মী সংকট ও খারাপ আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে ১৪শ’র বেশি ফ্লাইট বাতিল করেছে আমেরিকান এয়ারলাইন্স। এর মধ্যে গত দুই দিনেই বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট।

আমেরিকান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সেইমৌর সাংবাদিকদের জানান, খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে এই সংকট শুরু হয়। প্রচণ্ড ঝড়ের কারণে ডালাস হাবে কোম্পানির কার্যক্রম ব্যাহত হয়।

এ সময় ফ্লাইটগুলোর জন্য নির্ধারিত কর্মীদের শিডিউলে বিপর্যয় দেখা দেয়। কর্মী সংকটের কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে নতুন মাসের শুরুতে এই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডেভিড আরও জানান, করোনা মহামারীর কারণে চাকরি হারানো ১৮শ কর্মীকে কাজে ফিরিয়ে আনা হবে এসময়। এবং ডিসেম্বরের শেষে বিমানবন্দরসহ ফ্লাইট পরিচালনায় আরও সাড়ে চার হাজার কর্মী নিয়োগ দেয়া হবে।

আমেরিকান এয়ারলাইন্স প্রতিদিন ৫০টি দেশের ৩৫০টির বেশি শহরে ৬ হাজার ৭শ ফ্লাইট পরিচালনা করে থাকে। এদিকে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার পর ভ্রমণ চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির অনেক এয়ারলাইন্স কোম্পানিই কর্মী সংকটে পড়েছে। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ