Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ৯:৫৮ এএম

পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদকে মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইল। এখন এ মসজিদটিতে নামাজ আদায়ের জন্য মুসলমানদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন এ মসজিদের পরিচালক। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

আনাদোলু এজেন্সিকে ওই মসজিদের পরিচালক শেখ হেফফি আবু আসিনিনা বলেন, ইসরাইলের সেনাবাহিনী শুধুমাত্র ইহুদি বসতি স্থাপনকারীদের ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দিচ্ছে। ইহুদিদের ছাইয়ে সারাহ উৎসব পালনের জন্য তাদেরকে ইব্রাহিমি মসজিদে প্রবেশ করতে দেয়া হয়।

শুক্রবার দুপুর ৩টার দিতে এ মসজিদ বন্ধ করে দেয়া হয়। শনিবার এ মসজিদ বন্ধ করে দেয়া হয় রাত ১০টার দিকে।

প্রত্যেক বছর ইহুদিদের ধর্মীয় উৎসবের সময় ইসরাইলি সেনাবাহিনী ১০দিনের জন্য মুসলমানদেরকে এ মসজিদে প্রবেশ করতে দেয় না।

ইহুদি ও মুসলিম ধর্মের মানুষদের কাছে হেবরনের ইব্রাহিমি মসজিদ খুবই প্রবিত্র এক স্থান। দু’ধর্মের মানুষদের বিশ্বাস এখানে ইব্রাহিম, ইয়াকুব ও ইসহাক নবীর কবর আছে।

১৯৯৪ সালে বারুক গোল্ডস্টেইন নামের এক ইহুদির হাতে ২৯ ফিলিস্তিনি নামাজরত অবস্থায় গণহত্যার শিকার হন। এ গণহত্যার পর ইব্রাহিমি মসজিদকে ইহুদি ও মুসলিমদের মধ্যে ভাগ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

সূত্র : ইয়েনি শাফাক



 

Show all comments
  • MD Akkas ১ নভেম্বর, ২০২১, ১:৫৭ পিএম says : 0
    ইয়া আল্লাহ তাআলা আপনি এর বিচার করুন। আমি যেন এই ইয়াহুদিদের ধংস দেখে যেতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ