গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কামরাঙ্গীরচর থানার ৮ নম্বর গলিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অজ্ঞাতপরিচয় (৩৫) এক রিকশাচালক।
রবিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় আরেক রিকশাচালক তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তার পাকস্থলী পরিষ্কার করে দেন চিকিৎসকরা।
উদ্ধার করে নিয়ে আসা আরেক রিকশাচালক শাহাবুদ্দিন বলেন, কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমি ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর তার পাকস্থলী পরিষ্কার করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড কনের চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তার নাম পরিচয় পাওয়া যায়নি। তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।