Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী খোয়ালেন ১ লাখ ২০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর আজিমপুরে ভিআইপি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন সাহেব আলী (৪৫) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী। এ সময় তার সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করেন চিকিৎসক। অচেতন অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা দোকান কর্মচারী গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি (সাহেব আলী) সকালে আন্ডার গার্মেন্টস পণ্য ডেলিভারি দেয়ার জন্য উত্তরায় যান। উত্তরায় পণ্য ডেলিভারি দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে ফিরছিলেন। পরে ভিআইপি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। আমরা খবর পেয়ে তাকে আজিমপুর বাস কাউন্টার থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক। তিনি আরও বলেন, তার কাছে থাকা পণ্য বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি। তার বাড়ি কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায়। চকবাজারে তার হোলসেলের একটি দোকান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী খোয়ালেন ১ লাখ ২০ হাজার টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ