Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ষণের শিকার এক শিশু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৪:৫৩ পিএম

১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুরে। গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে এ ধর্ষণ কান্ড ঘটে। ভিকটিম শিশুর পিতা প্রদত্ত তথ্যে জানা যায়, শনিবার রাতে শিশুটি ঘরে একা খেলা করছিল, মা ছিলেন অন্য রুমে কাজে ব্যস্ত। হঠাৎ শিশুটির চিৎকার শুনে মা রুমে গিয়ে দেখেন সোহালা গ্রামের জাহের মিয়ার পূত্র মিজানুর রহমান (২১) তার শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করছে। পরে মা লম্পট ধর্ষকের কবল থেকে শিশুটিকে উদ্ধার করে চিৎকার দিলে সে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আজ রবিবার দুপুরে ভিকটিম শিশু কে নিয়ে পিতা মাতা থানায় যান এবং দায়ের করেন লিখিত অভিযোগ। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ্(ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, রবিবার দুপুরে একটি শিশু কন্যাকে নিয়ে থানায় আসেন তার মা-বাবা। পরে শিশু ও তার পিতা মাতা থানায় মৌখিক জবানবান্ধি দিয়ে দায়ের করেন একটি লিখিত অভিযোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ