মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে ইসলামফোবিয়া বৃদ্ধি পাওয়ায় ও ত্রিপুরায় মুসলিমদের উপরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান। ভারতের নাম না নিয়েই শনিবার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের পক্ষ থেকে নিজেদের অফিশিয়াল পেজে দেয়া এক টুইট বার্তায় এই নিন্দা জানানো হয়।
টুইটে পাকিস্তানের সহকারি স্থায়ী প্রতিনিধি আমির খান লিখেন, ‘পাকিস্তান কয়েকদিন আগে মুসলমানদের বেশ কয়েকটি মসজিদ, বাড়িঘর এবং দোকান ভাংচুরের তীব্র নিন্দা জানায়। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসলামফোবিয়ার ক্রমবর্ধমান জোয়ার এবং সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে ভূমিকা পালনের আহ্বান জানায়।’
প্রসঙ্গত, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর, দোকানপাট, মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা রয়েছে এবং মাঝেমধ্যেই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত বাধছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। সূত্র: টুইটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।