Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচের চাকরি বাঁচিয়ে দিলেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ৪:৫০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার টটেনহ্যামকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ৫-০ গোলে হারে রেড ডেভিলরা। ওই হারের পর কোচ ওলে গানার সুলশারের চাকরি যায় যায় অবস্থা তৈরী হয়। তবে গতকাল টটেনহ্যামকে রোনালদোরা হারিয়ে দিয়ে আপাতত কোচের চাকরি বাঁচিয়ে দিয়েছেন।

ম্যাচটিতে ম্যানইউর হয়ে ৩৯ মিনিটের সময় প্রথম গোলটি করেন রোনালদো। প্রথমার্ধে এ একটি গোলের দেখাই পায় রেড ডেভিলরা। ৬৪ মিনিটের সময় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এডিসন কাভানি। ৮৬ মিনিটে গোল করেন মার্কাস রাসফোর্ড। বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমেই বাজিমাত করেন তিনি।

অপরদিকে এ ম্যাচে হারের মাধ্যমে ১০টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই হেরেছে টটেনহ্যাম। তারা এখন আছে পয়েন্ট টেবিলের অষ্টমস্থানে।

এখন সুলশারের চাকরি বাঁচলেও টটেনহ্যাম কোচ নুনো আছেন প্রচন্ড চাপে। তার বিরুদ্ধে গ্যালারি থেকে স্লোগান দেয়া হয়, তিনি দলের কৌশল বোঝেন না, এ বলে স্লোগান দেন ক্লাবটির সমর্থকরা।

এদিকে গতকালের ম্যাচটিতে গোল করার মাধ্যমে টটেনহ্যামের বিপক্ষে ১১তম গোল করেছেন সিআরসেভেন। নিজের ক্যারিয়ারে টটেনহ্যামেনর বিপক্ষে তিনি ১৯টি ম্যাচ খেলেছেন। ১১টি গোলের মাধ্যমে অন্য যে কোন ইংলিশ ক্লাবের চেয়ে টটেনহ্যামের বিপক্ষে বেশি গোল করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ