Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরে সেনা টহলকালে মাইন বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১০:৫৯ পিএম

জম্মু-কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের কাছে নিহত হয়েছে দুই ভারতীয় সেনা। একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও তিনজন। শনিবার (৩০ অক্টোবর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জম্মু অঞ্চলের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, নৌশেরা সেক্টরে একটি এলাকায় টহল চলাকালীন একটি মাইন বিস্ফোরণ ঘটে। সেখানে দুই ভারতীয় সেনা সৈন্য গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। তারা হচ্ছে লেফটেন্যান্ট ঋষি কুমার ও সিপাহী মনজিৎ।

নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনে পড়ে। এটা জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ। এখানে গত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। এখন পর্যন্ত পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো সাফল্য ছাড়াই দুই অফিসারসহ নয়জন সৈন্য নিহত হয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ