Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভূমিকা শঙ্কার মুখে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৪:৪২ পিএম

আসন্ন ‘কপ–২৬’ জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আশঙ্কা করা হচ্ছে, জলবায়ু সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরেট কোনো প্রস্তাব সম্মেলনে পেশ করতে পারবেন না বাইডেন। ফল এ সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা শঙ্কার মুখে পড়েছে।

গত বৃহস্পতিবার জলবায়ু সংকট মোকাবিলার জন্য বিল্ড ব্যাক বেটার আইনের প্রস্তাবনা আনেন বাইডেন। এ আইনে জলবায়ু সংকট মোকাবিলায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছিল। এ অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্র আগামী দশকের মধ্যে কার্বন নিঃসরণ অন্তত ৫০ শতাংশ কমানোর লক্ষ্য অর্জন করতে চাইছে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু প্রস্তাবিত ওই আইন কংগ্রেসে ডেমোক্রেটদের একাংশের সমর্থন পায়নি। ফলে রোববারের আগে ওই আইন পাস করা কঠিন হয়ে পড়েছে।

ডেমোক্রেটদের মতবিরোধের কারণে ওই আইন স্থানীয় সময় রোববারের আগে পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এ দিনই শুরু হতে যাচ্ছে ‘কপ-২৬’ সম্মেলন। আইনটি পাস হলে জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনে ৫০০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিতে পারতেন বাইডেন। কপ-২৬ সম্মেলনে কার্বন নিঃসরণমুক্ত বিশ্ব গড়তে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের ভূমিকায় রাখতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কংগ্রেসে এ মতবিরোধের জেরে তার প্রত্যাশা ফিকে হয়ে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

৩১ অক্টোবর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া কপ-২৬ সম্মেলনকে প্যারিস চুক্তি-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার নির্ধারণের ক্ষেত্রে এ আলোচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পরিবেশবান্ধব জ্বালানী নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইন্টারসেক্ট পাওয়ারের প্রধান সেলডন কিমবার জানান, জলবায়ু সংকট নিরসনে বাইডেনের লক্ষ্যমাত্রা অর্জনে ‘বিল্ড ব্যাক বেটার’ আইন একটি বড় পদক্ষেপ। তবে এ লক্ষ্য অর্জনে সম্মিলিত ইচ্ছা, সামাজিক ঐকমত্য এবং সরকারি ও বেসরকারি খাতের নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর এড মার্কি বলেন, ‘জলবায়ু ইস্যুতে আমরা এত দিন যা করেছি, তার মধ্যে বিল্ড ব্যাক বেটার আইনের প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ