মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চার আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তা ও করোনাবিধি মেনে ভোট গ্রহণ চলছে। আসন চারটি হলো উত্তর চব্বিশ পরগনার খড়দহ, নদীয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা ও দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা। স্থানীয় সময় শনিবার সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়।
পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, হরিয়ানা, আসাম ও অন্ধ্রপ্রদেশেও উপনির্বাচন হচ্ছে। মাঠে কংগ্রেস ও বাম দল থাকলেও পশ্চিমবঙ্গের চার আসনেই মূলত বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হবে বলে আভাস মিলছে। তৃণমূলের লক্ষ্য চার আসনে জয়ী হয়ে বিরোধীদের শূন্য হাতে ফেরানো। এদিকে বিজেপির লক্ষ্য তাদের হাতে থাকা কোচবিহারের দিনহাটা ও নদীয়ার শান্তিপুর আসন ধরে রাখা। কংগ্রেস ও বাম দল প্রার্থী দিলেও নির্বাচনী লড়াইয়ের মূল প্রতিযোগিতায় থাকবে না বলে সাম্প্রতিক জনমত সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয়েছে। উপনির্বাচনে ফলাফল ঘোষণা হবে ২ নভেম্বর।
এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য নির্বাচন কমিশন চার আসনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৯৪ কোম্পানি মোতায়েন করেছে। এ ছাড়া রয়েছে রাজ্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য। গত বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা ও নদীয়ার শান্তিপুর আসনে জয় পান বিজেপিদলীয় লোকসভার দুই এমপি নিশীথ অধিকারী ও জগন্নাথ সরকার। কিন্তু বিধানসভা নির্বাচনের পর বিধায়ক পদ ছেড়ে দিয়ে তাঁরা আবার সাংসদ পদে ফিরে যান। ফলে তাঁদের ওই আসন দুটি শূন্য হয়। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনার খড়দহ আসনের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ২ মে ফলাফল ঘোষণার আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা আসন শূন্য হয় তৃণমূলের জয়ী প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যুতে। গত জুনে তিনিও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
দিনহাটায় মূলত লড়াই হবে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সঙ্গে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের। শান্তিপুরে তৃণমূলের ব্রজকিশোর গোস্বামীর বিপক্ষে বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। উত্তর চব্বিশ পরগনার খড়দহ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী জয় সাহার। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের বিপক্ষে লড়ছেন বিজেপি প্রার্থী পলাশ রাহার।
পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচনের পর আরও তিনটি আসনে উপনির্বাচন হয়েছে। আসনগুলো হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর, মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ও জঙ্গীপুর। তিন আসনে জয়ী হয় তৃণমূল প্রার্থী। ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বিপুল ভোটে পরাজিত করেন। সূত্র: এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।