Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে যেয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ৪:২০ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে যেয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্হলেই নিহত হয়েছেন ডিস টেকনিশিয়ান সবুজ (৩০) নামের এক যুবক। নিহত সবুজ কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের একমাত্র ছেলে।নিহতের চাচাতো ভাই মোল্লা জানান, ৩০ অক্টোবর সকাল ৮ টায় কুষ্টিয়ার কেসি টিভির কর্মস্হলে যায় নিহত সবুজ।এরপর কেসি টিভি কর্তৃপক্ষ তাকে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার বাঁধার দায়িত্ব দেয়।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের খুঁটিতে উঠে তার বাঁধার এক পর্যায়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরে আগুন ধরে যায়।ঘটনা স্হলেই কোমরে বেল্ট বাঁধা অবস্থায় বিদ্যুতের খুঁটিতে লাশ ঝুলতে থাকে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ নামিয়ে কুমারখালি থানা পুলিশের নিকট সোপর্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ