Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভারতে উন্মুক্ত স্থানে নামাজ আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ৮:১৭ পিএম

‘রাস্তা আটকে কিংবা উন্মুক্ত কোনো স্থানে প্রকাশ্যে নামাজ আদায় করা যাবে না’ এই দাবিতে শুক্রবার (২৯ অক্টোবর) বিক্ষোভ হয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে। শুক্রবার সকাল থেকেই ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে জমায়েত হতে থাকে বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে জুমার নামাজে বাধা দেয়ার পরিকল্পনা ছিল তাদের। খবর এনডিটিভির।
গত শুক্রবারেও গুরুগ্রামে নামাজকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এই রাজ্যে। তাই এবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এ দিন জুমার নামাজে বাধা দিতে এলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল, আটক করা হয় ৩০ জনকে।
এ নিয়ে গুরুগ্রামের শাসক অনিতা চৌধুরী বলেন, এলাকায় নামাজের জন্য ৩৭টি স্থান নির্দিষ্ট করে দেয়া রয়েছে। সেখানে নামাজে বাধা দেয়া হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। যারা নামাজে যোগ দিতে আসবেন, তাদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, রাস্তা আটকে এমনকি প্রকাশ্য কোনও স্থানেই নামাজের আয়োজন করা যাবে না। কেবলমাত্র মসজিদের ভেতরেই নামাজ আদায় সীমাবদ্ধ রাখতে হবে। তবে প্রশাসনের অনুমতি সাপেক্ষেই দীর্ঘ দিন ধরে গুরুগ্রামের ৩৭টি মুক্ত স্থানে শুক্রবারের নামাজের আয়োজন হয়ে আসছে। সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • jack ali ২৯ অক্টোবর, ২০২১, ৮:৩৯ পিএম says : 0
    May Allah's curse upon these Barbarian people, rapist, killer of muslims. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ