মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘রাস্তা আটকে কিংবা উন্মুক্ত কোনো স্থানে প্রকাশ্যে নামাজ আদায় করা যাবে না’ এই দাবিতে শুক্রবার (২৯ অক্টোবর) বিক্ষোভ হয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে। শুক্রবার সকাল থেকেই ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে জমায়েত হতে থাকে বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে জুমার নামাজে বাধা দেয়ার পরিকল্পনা ছিল তাদের। খবর এনডিটিভির।
গত শুক্রবারেও গুরুগ্রামে নামাজকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এই রাজ্যে। তাই এবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এ দিন জুমার নামাজে বাধা দিতে এলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ মিছিল, আটক করা হয় ৩০ জনকে।
এ নিয়ে গুরুগ্রামের শাসক অনিতা চৌধুরী বলেন, এলাকায় নামাজের জন্য ৩৭টি স্থান নির্দিষ্ট করে দেয়া রয়েছে। সেখানে নামাজে বাধা দেয়া হলে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। যারা নামাজে যোগ দিতে আসবেন, তাদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, রাস্তা আটকে এমনকি প্রকাশ্য কোনও স্থানেই নামাজের আয়োজন করা যাবে না। কেবলমাত্র মসজিদের ভেতরেই নামাজ আদায় সীমাবদ্ধ রাখতে হবে। তবে প্রশাসনের অনুমতি সাপেক্ষেই দীর্ঘ দিন ধরে গুরুগ্রামের ৩৭টি মুক্ত স্থানে শুক্রবারের নামাজের আয়োজন হয়ে আসছে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।